Logo

একই আসনে ভোটের লড়াইয়ে লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ২১:৪৯
186Shares
একই আসনে ভোটের লড়াইয়ে লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনকে ঘিরে রাজনৈতিক চমক সৃষ্টি হয়েছে। এখানে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীও মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন লুৎফুজ্জামান বাবর।

প্রায় আধা ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী মনোনয়নপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে স্বামী-স্ত্রীর পৃথক মনোনয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সংসদীয় আসনে স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে এবং ভোটারদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মনোনয়ন দাখিলকালে বিএনপি ও সমর্থক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবণীর পক্ষ থেকে এসময় কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা জানান, সব প্রার্থীর তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে।

নেত্রকোনা-৪ আসনে এবার ভোটারের সামনে এক অনন্য পরিস্থিতি, যেখানে স্বামী-স্ত্রী উভয়ই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নির্বাচনী লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD