Logo

ফুরফুরে মেজাজে পরিবার নিয়ে পার্কে সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৪, ০৫:৩২
50Shares
ফুরফুরে মেজাজে পরিবার নিয়ে পার্কে সাকিব
ছবি: সংগৃহীত

পাশাপাশি চিড়িয়াখানার ছবিও দিতে দেখা যায় শিশিরকে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। সময়টা খুব একটা ভাল যাচ্ছিল না সাকিবের। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর যুক্তরাষ্ট্রের মেজর লীগের ব্যর্থতা পিছু ছাড়েনি তাকে। তবে ধীরে ধীরে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে জ্বলে উঠছেন মিস্টার সেভেনটি ফাইভ।

এই টুর্নামেন্ট খেলতে বর্তমানে কানাডায় অবস্থান করছেন এই ক্রিকেটার। এদিকে, ক্রিকেটের অবসরে এবার পরিবার নিয়ে কানাডার টরেন্টোতে সাফারি পার্কে ঘুরতে গেলেন সাকিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিজের ইনস্টাগ্রামে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে সাকিব তার মেয়েকে কোলে নিয়ে গাড়িতে করে চিড়িয়াখানায় যাচ্ছেন। পাশাপাশি চিড়িয়াখানার ছবিও দিতে দেখা যায় শিশিরকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফ্যামিলি টাইম’।

উল্লেখ্য, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে সাকিবের দল বাংলা টাইগার্স মিসিসাগা। ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তারা।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD