পাবনা শহরে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের বিক্ষোভ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৪


পাবনা শহরে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

পলাশ হোসেন: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করেই এতে পাবনার বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢল নামে।


আরও পড়ুন: ঢাকা-পাবনা মহাসড়কে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিল


শিক্ষার্থীরা ৯দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে তারা সমবেত হয়। পরে বেলা ১২ টার দিকে মিছিল নিয়ে শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড় গোল চত্বরে সামনে এসে অবস্থান করেন।

এসময় ছাত্র-জনতা দফা এক দাবি এক, স্বৈরাচারির পদত্যাগ,’ ‘আমার ভাই জেলে, খুনি কেন বাহিরে,’ ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে,’ ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম,’ ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না,’ ‘স্বৈরাচারির গতিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি শ্লোগান দেন।


আরও পড়ুন: ‘ভালো কাজের জন্য শফিউর রহমান খানকে পাবনার মানুষ চীরদিন স্মরণ রাখবে’


এ সময় প্রশাসনের দায়িত্বরত পুলিশ, বিজিপি, র‌্যাব, ডিবিসহ সকল আইনর্শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যরা উপস্থিত ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ মিছিলে কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এসময় শিক্ষার্থীরা মাইক দিয়ে প্রশাসনের প্রতি আহবান জানান ন্যায় সঙ্গত এই আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য।


পাবনা শহরে বেশ কিছু সময় অবস্থান করে ১টার দিকে বিক্ষোভ মিছিলটি আবারও সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে কর্মসুচির সমাপ্তি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা।


এসডি