অবশেষে ন্যায়ের পক্ষে থাকার ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৪


অবশেষে ন্যায়ের পক্ষে থাকার ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন মোড় নিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। সবশেষ এবার এক দফা আন্দোলনে নামছেন সাধারণ ছাত্ররা। এর আগে চলমান আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচারসহ ৯ দফা দাবি পেশ করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে। দেশের নানা শ্রেণি-পেশার মানুষ ছাত্রদের এমন আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন। যোগ দিয়েছিলেন ক্রীড়াঙ্গনের অনেকেই। 


শনিবার (৩ আগস্ট) সকালে ছাত্রদের পক্ষে ফেসবুকে নিজের সমর্থন ব্যক্ত করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দুপুরের পর বার্তা দিয়েছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এবার যুক্ত হলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। 


আরও পড়ুন: ছাত্র আন্দোলনের পক্ষে আছি, ছিলাম ও থাকব: আশরাফুল


সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ।আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’ মাহমুদউল্লাহ অবশ্য সরাসরি কোনো পক্ষের কথা উল্লেখ করেননি।


এদিকে মাহমুদ উল্লাহ রিয়াদ ফেসবুকে পোস্ট দেয়ার পরেই কমেন্টবক্সে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই তার এই দীর্ঘ নীরবতার সমালোচনা করেছেন। ভেসে আসছে তীর্যক সব মন্তব্য। 


জেবি/আজুবা