সবুজবাগে গৃহবধূ খুনের মামলায় গ্রেফতার এসি মিস্ত্রি রিমান্ডে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সবুজবাগে গৃহবধূ খুনের মামলায় গ্রেফতার এসি মিস্ত্রি রিমান্ডে

রাজধানীর সবুজবাগে গৃহবধূ তানিয়া আফরোজ (২৬) কে খুনের মামলায় গ্রেফতার এসি মেরামতের টেকনিশিয়ান বাপ্পীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ মার্চ) তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল বাশার আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন । 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আফনান সুমী আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে গত ২৮ মার্চ বাপ্পিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৬ মার্চ রাতে ওই নারীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলার বাসায় এসি মেরামত করতে যায় টেকনিশিয়ান বাপ্পি। সে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে গেছে। বাপ্পি এসি ঠিক করতে এসে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার পরদিন তার স্বামী ময়নুল ইসলাম সবুজবাগ থানায় মামলা করেন।

ওআ/