Logo

টেকনাফে আরও ৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৪, ০৫:৪৮
32Shares
টেকনাফে আরও ৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

যার মধ্যে ১৫ জন নারী, ১৬ শিশু ও ৫জন পুরুষ রয়েছে

বিজ্ঞাপন

মিয়ানমার থেকে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় আরও ৫ রোহিঙ্গা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হল। যার মধ্যে ১৫ জন নারী, ১৬ শিশু ও ৫জন পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর মধ্যে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীর জেটিঘাট এলাকা থেকে ১জন নারী, ১ জন শিশু ও ২ জন পুরুষসহ ৪টি এবং শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া সমুদ্রসৈকত থেকে ১জন বয়স্ক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে লাশ উদ্ধারের বিষয়টি জেনেছেন। পরে জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহগুলো স্ব স্ব এলাকায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে নৌকা যোগে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টাকরছে। এর মধ্যে মঙ্গলবার নৌকা ডুবির ঘটনা ঘটে। এর পর থেকে একের পর এক মরদেহ ভেসে আসছে। তবে কয়টি নৌকা ডুবে গেছে, কত জন রোহিঙ্গা ছিল তার কোন তথ্য পাওয়া যায়নি। অনুপ্রবেশ করা কিছু রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করলেও কিছু রোহিঙ্গা আটকের পর বিজিবি হেফাজেতে রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD