কয়রায় সড়‌কের ময়লা পরিষ্কারে শিক্ষার্থীরা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪


কয়রায় সড়‌কের ময়লা পরিষ্কারে শিক্ষার্থীরা
ছবি: প্রতিনিধি

উপজেলার বি‌ভিন্ন সড়‌কের আবর্জনা প‌রিস্কা‌রে নে‌মে‌ছে শিক্ষার্থীরা। 


শ‌নিবার (১০ আগস্ট) সকা‌ল ৯টা থে‌কে বেলা ২টা পর্যন্ত উপ‌জেলা সদরস্থ কয়রা বাজার, কপোতাক্ষ কলেজ সড়ক, আমাদী বাজার, শাকবাড়িয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেলা রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। এতে সর্বমহ‌লে প্রশংসা কুঁড়িয়েছেন তারা। 'জানা যায়, বাজার ও রাস্তাঘাটের ময়লা আবর্জনা প‌রিস্কার ক‌রে সড়ক ও বাজার প‌রিচ্ছন্ন করার কা‌জ কর‌ছে শিক্ষার্থীরা।


আরও পড়ুন: কয়রায় আইনশৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা


বাজার কমিটি ও ব্যবসায়ীরা ময়লা আবর্জনা পরিষ্কারে উদ্যোগ গ্রহণ না করায় আন্দোলনের শিক্ষার্থীরা নিজে‌দের উদ্যোগে এসব পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নামেন। এছাড়া সরকারি স্থাপনা মন্দির পাহারা দিচ্ছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা সমন্বয়করা ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, দেশ আমা‌দের সক‌লের। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমা‌দের সবার। ময়লা আবর্জনা রাস্তায় না ফেলে সব দোকানী‌কে নিজ দোকানের সামনে নিদিষ্ট ড্রামের মধ্যে রাখার অনুরোধ করেন শিক্ষার্থীরা। 


এসময় তারা আরও বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত রয়েছে। পরিষ্কার পরিচ্ছদ কার্যক্রমে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার সমন্বয়ক গোলাম রব্বানী, সোহেল রানা ও দেবব্রত মন্ডল, কয়রা ইউনিয়নের সমন্বয়ক ফাহিম, সহসমন্বয়ক নাইমুর রহমান রনি, নাহিদ, পাভেল, ফারিহা, তানিয়া, ঐশি, তৃষা, মুগ্ধ, রৃদি, মোহনা, নুপুর প্রমুখ।


এমএল/