Logo

কুষ্টিয়ায় অস্থায়ীভাবে সদর ফাঁড়িতে শুরু হলো মডেল থানার কার্যক্রম

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৪, ০১:৫৩
78Shares
কুষ্টিয়ায় অস্থায়ীভাবে সদর ফাঁড়িতে শুরু হলো মডেল থানার কার্যক্রম
ছবি: সংগৃহীত

জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক কাজল মজমাদার, সহ থানা ও ফাঁড়ির সকল পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত (০৫ আগস্ট)কুষ্টিয়া মডেল থানা ভাঙচুর ও অগ্নি সংযোগে ধ্বংসস্তুপে পরিণত হওয়ার পর থানার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর প্রেক্ষিতে থানার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে পুলিশ কর্মবিরতী ঘোষনা করেন। বর্তমানে দেশের  পরিস্থিতি লুটপাট সহ সাধারন জনগন অনিরাপত্তায় বসবাস করছে। এরই প্রেক্ষিতে পুলিশ আইনশৃংখলা ফিরিয়ে আনতে নতুন করে কার্যক্রম শুরু করার প্রস্তুরি নেয়। কিন্তু কুষ্টিয়া মডেল থানায় কার্যক্রম করার মত অনুপোযোগী হওয়ার কারনে কুষ্টিয়া মডেল থানা পুলিশ সদর ফাঁড়িতে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়।

এরই প্রেক্ষিতে সোমবার (১২ আগস্ট) বেলা ১১ টার সময় কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত সদর পুলিশ ফাঁড়িতে অস্থায়ীভাবে উদ্বোদনের মাধমে কুষ্টিয়া মডেল থানার সকল কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্বোধনের সময় কুষ্টিয়ার পুলিশ সুপার ও থানার ওসি সহ সকলকে ফুলেল তোরা দিয়ে বরন করে নেন বিএনপি ও জামাতের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, কুষতিয়ার পুলিশ সুপার মোহাঃ আলমগীর হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ তারেক জুবায়ের, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক চোধুরী,সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মোমিন, জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক কাজল মজমাদার, সহ থানা ও ফাঁড়ির সকল পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD