কুষ্টিয়ায় অস্থায়ীভাবে সদর ফাঁড়িতে শুরু হলো মডেল থানার কার্যক্রম


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪


কুষ্টিয়ায় অস্থায়ীভাবে সদর ফাঁড়িতে শুরু হলো মডেল থানার কার্যক্রম
ছবি: জনবাণী

মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত (০৫ আগস্ট)কুষ্টিয়া মডেল থানা ভাঙচুর ও অগ্নি সংযোগে ধ্বংসস্তুপে পরিণত হওয়ার পর থানার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর প্রেক্ষিতে থানার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে পুলিশ কর্মবিরতী ঘোষনা করেন। বর্তমানে দেশের  পরিস্থিতি লুটপাট সহ সাধারন জনগন অনিরাপত্তায় বসবাস করছে। এরই প্রেক্ষিতে পুলিশ আইনশৃংখলা ফিরিয়ে আনতে নতুন করে কার্যক্রম শুরু করার প্রস্তুরি নেয়। কিন্তু কুষ্টিয়া মডেল থানায় কার্যক্রম করার মত অনুপোযোগী হওয়ার কারনে কুষ্টিয়া মডেল থানা পুলিশ সদর ফাঁড়িতে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়।


এরই প্রেক্ষিতে সোমবার (১২ আগস্ট) বেলা ১১ টার সময় কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত সদর পুলিশ ফাঁড়িতে অস্থায়ীভাবে উদ্বোদনের মাধমে কুষ্টিয়া মডেল থানার সকল কার্যক্রম শুরু করেন।


আরও পড়ুন: প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ


উদ্বোধনের সময় কুষ্টিয়ার পুলিশ সুপার ও থানার ওসি সহ সকলকে ফুলেল তোরা দিয়ে বরন করে নেন বিএনপি ও জামাতের নেতাকর্মীরা।


এসময় উপস্থিত ছিলেন, কুষতিয়ার পুলিশ সুপার মোহাঃ আলমগীর হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ তারেক জুবায়ের, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক চোধুরী,সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মোমিন, জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক কাজল মজমাদার, সহ থানা ও ফাঁড়ির সকল পুলিশ সদস্যরা।



আরএক্স/