Logo

আশুলিয়ায় মহাসড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৪, ০৬:৩৯
47Shares
আশুলিয়ায় মহাসড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ
ছবি: সংগৃহীত

তবে ট্রাফিক বক্স পুড়িয়ে দেওয়ায় অস্থায়ী ক্যাম্প করে কার্যক্রম চালাচ্ছেন তারা

বিজ্ঞাপন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশের পর সরকারি স্থাপনা, থানা ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এতে সারাদেশে ভেঙে পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালনে দেখাযায় শিক্ষার্থীদের। ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি শুরু করে পরিস্কার-পরিচ্ছিন্নতার কাজও। 

পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে ফিরে আসে আইনশৃঙ্খলা বাহিনী। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে শিল্পাঞ্চল আশুলিয়ায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশও। তবে ট্রাফিক বক্স পুড়িয়ে দেওয়ায় অস্থায়ী ক্যাম্প করে কার্যক্রম চালাচ্ছেন তারা। পাশাপাশি রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (১২ আগস্ট) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে ট্রাফিক পুলিশের কার্যক্রম দেখা যায়। এরআগে সকালে ট্রাফিক পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সহযোগিতা। পরিষ্কার করে দেওয়া হয়েছে পুড়ে যাওয়া ট্রাফিক বক্স। মহাসড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।  

শিক্ষার্থীরা জানান, আমরা অনেকে দিন রাত মহাসড়কে থেকে শৃঙ্খলা ফেরাতে কাজ করেছি। তবে এই কাজটা যাদের তারাই পুরোপুরিভাবে করতে পারবে। তাদের অভিজ্ঞতা রয়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা থাকবো। পুলিশ সদস্যদের সাহায্য করবো। 

বিজ্ঞাপন

বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের ইন্সপেক্টর খসরু পারভেজ জানান, আমরা শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ। আমাদের অনুপস্থিতিতে ব্যস্ততম মহাসড়কটি শৃঙ্খলার দায়িত্ব পালন করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত বক্সটি পরিষ্কার করে আমাদের আপাতত কার্যক্রম শুরু করা হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, এখন থেকে নিয়মিতভাবে মহাসড়কে কাজ করবে। এখানে শিক্ষার্থীদের সহযোগিতা নেওয়া হবে। তবে আমাদের আরও সতর্কতার সাথে কাজ করতে হবে। অনেকে পোশাকে আছে আর কিছু সিভিলে কাজ করছে। 

বিজ্ঞাপন

সাভার ট্রাফিক বিভাগের এডমিন হোসেন শহিদ বলেন, আমাদের অনেকস্থানে ট্রাফিক পুলিশ কাজ শুরু করেছেন। তবে এখনও অনেকে উপস্থিত হয়নি। আশা করছি কাল থেকে পুরোপুরি ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সব সদস্য মাঠে থাকবে। শিক্ষার্থীদের সহযোগিতা আমাদের অনেক সাহায্য করছে বলেও তিনি যোগ করেন।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD