সেন্টমার্টিনে ১২ শত পরিবারে মধ্যে কোস্টগার্ডের খাদ্য সামগ্রি বিতরণ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৪
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ১২ শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল থেকে সেন্টমার্টিন হাসপাতাল প্রাঙ্গনে শুরু হয় দুইদিনের এই কর্মসূচি।
আরও পড়ুন: রামু সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ ও ক্লাস চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোস্টগার্ড জানিয়েছে, সাম্প্রতিক সময় বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন এ খাদ্য সামগ্রী পরিবহণ কিছুটা দুরূহ হওয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিন এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। সেন্টমার্টিন দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসিদের মাঝে ২ দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে কোস্ট গার্ড। এই কর্মসূচির আওয়াতায় মঙ্গলবারে দ্বীপবাসিদের মাঝে বিভিন্ন খাদ্য সমগ্রী প্রাদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন।
এই কার্যক্রমে অধিনায়ক তাজউদ্দিন কমান্ডার মোহাম্মদ মো. আশরাফুল আলম, স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লে. মো. মিজানুল হক ইমরান সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী এই কার্যক্রমে ১২ শত পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হবে।
এমএল/