শরীয়তপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪


শরীয়তপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়
ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের জোট যৌক্তিক আহ্বান, শরীয়তপুর যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ এই স্লোগানকে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সচেতনতা র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

আরও পড়ুন: ‘শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল’


 বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ ও সচেতনতা র‍্যালী অনুষ্ঠিত হয়। 


শরীয়তপুরের ৪০টিরও বেশি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন এর সম্মিলিত জোট মিলে যৌক্তিক আহবান, শরীয়তপুর জেলার সকল ধরনের অন্যায় কাজকে রুখে দেওয়ার জন্য একত্র হয়েছে। 


যৌক্তিক আহবান,শরীয়তপুরের সদস্যরা জানান,  শরীয়তপুরের অনেক ধরনের স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন রয়েছে। তাদের সবাইকে একসাথে নিয়ে আমরা সম্মিলিত ভাবে কাজ করবো। যেখানে অন্যায় কাজ দেখবো সেখানেই আমরা প্রতিবাদ গড়ে তুলবো। 


আরও পড়ুন: শরীয়তপুরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ


প্রতিবাদ ও সচেতনতা র‍্যালী জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে শুরু হয়। প্রতিবাদ ও সচেতনতা র‍্যালীতে উপস্থিত সবাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ বাক্য পাঠ করেন।


এসডি/