গরিবের চিকিৎসক’ বুলবুল হত্যার ঘটনায় গ্রেফতার ৪


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গরিবের চিকিৎসক’ বুলবুল হত্যার ঘটনায় গ্রেফতার ৪

রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক ডা. আহমেদ মাহী বুলবুল হত্যার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মিরপুর গোয়েন্দা বিভাগের একটি দল। এ সময় তাদের কাছ থেকে দন্ত চিকিৎসক হত্যায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার।

তিনি জানান, বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার(গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার।

এর আগে ববিবার (২৭ মার্চ) সকালে রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন বুলবুল।

জানা যায়,  বুলবুল শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। তার উরুতে ছুরিকাঘাত করা হয়। তার কাছে টাকা-পয়সা, মোবাইল ছিল। সেগুলো সেভাবেই রয়েছে।

রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বারে চিকিৎসা দিতেন ডা. বুলবুল। সেখানে তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন।

ওআ/