Logo

চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৪, ০৩:৪৬
70Shares
চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবি ছিল দীর্ঘদিনের

বিজ্ঞাপন

নির্মাণের ১৯ বছর পার হলেও চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম এখনো বন্ধ হয়নি। পুরোপুরি টোল বন্ধের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সেতুর দুইপাশে অবস্থান নেয় শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

বিজ্ঞাপন

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবি ছিল দীর্ঘদিনের। এর আগে বেশ কয়েকবার সাধারণ জনতা এবং যানবাহন চালকরা টোল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেও এতোদিন টনক নড়েনি কর্তৃপক্ষের।

বিজ্ঞাপন

এদিকে এবার শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের পর টোল আদায় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। কিছুদিন টোল আদায় বন্ধ হলেও পুনরায় টোল আদায়ের প্রস্তুতি নেয় ইজারাদাররা। যার কারণে আবারো আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, চাঁদপুর সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। টোল আদায়ের কয়েকগুণ টাকা উঠলেও বন্ধ হচ্ছে না কেন? আমরা তাদের আল্টিমেটাম দিতে চাই, আর যদি টোল আদায় হয় তাহলে আরো কঠোর আন্দোলন হবে। এছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলীপি প্রদান করার কথা জানান শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

চাঁদপুর সেতু টোল আদায় বন্ধের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুর কার্যালয়ের সাথে যোগাযোগ করে জানাগেছে, জেলার ডাকাতিয়া নদীর ওপর যে কয়টি সেতু আছে সবগুলোই ২০০ মিটারের মধ্যে। কিন্ত এই সেতুটি ২৪৮ মিটার। যে কারণে সরকারের নীতিগত সিদ্ধান্ত ছাড়া এই সেতুর টোল আদায় বন্ধ হয়নি। চলতি অর্থ বছরেও ইজারার কাজ সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD