ছাত্রদের স্ব -উদ্যোগে আহত দের লক্ষাধিক টাকা সহায়তা প্রদান


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪


ছাত্রদের স্ব -উদ্যোগে আহত দের লক্ষাধিক টাকা সহায়তা প্রদান
ছবি: প্রতিনিধি

আল জুবায়ের: কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ, হাতে পায়ে গুরুতর জখম শিক্ষার্থী, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, আর্থিকভাবে অস্বচ্ছল, উপার্জক্ষম তাদের চিকিৎসার জন্য লক্ষাধিক টাকা দিয়ে সহায়তা প্রদান করছে শিক্ষার্থীদের গড়ে তোলা "হেল্প ট্রাস্ট ফর স্টুডেন্ট" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালসহ দেশের নানা স্থানে আহত, অস্বচ্ছল, উপার্জনক্ষম মানুষদেরকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।


সংগঠনটি জানায়, রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ, ইবনে সিনা, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, পঙ্গু হাসপাতাল সহ অসংখ্য ক্লিনিক, হাসপাতালে চিকিৎসার অভাবে অনেকে পড়ে আছেন এমন খবর শুনি যারা আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এসব দেখে আমরা কয়েকজন শিক্ষার্থী মিলে দেশের বিভিন্ন ক্যাম্পাসে প্রতিনিধি মিলে তাদেরকে কিভাবে সহায়তা করা যায়। পরবর্তীতে আমরা 'হেল্প ট্রাস্ট ফর স্টুডেন্ট' নামে একটি সংগঠন খুলি যেখানে প্রথমে অল্প কয়েকজন শিক্ষার্থী ছিল। তবে ধীরে ধীরে বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা ও প্রবাসীরা সমর্থন করায় আমরা এখনো পর্যন্ত ৫-৭ লাখ টাকা দান করতে পেরেছি।


আরও পড়ুন: সাংবাদিক-শিক্ষার্থী নিপীড়নে মদদদাতার অভিযোগ দুই হল প্রভোস্টের বিরুদ্ধে


কিভাবে সহায়তা প্রদান করেন? জানতে চাইলে সংগঠনে ঢাকা কলেজ শিক্ষার্থী ও মডারেটর মো. রহমত মিয়া বলেন, আমাদের সাথে ফোনে, অনলাইনের মোবাইল ব্যাংকিং এ রোগী অথবা তাদের স্বজনরা সঠিক তথ্য দিয়ে যোগাযোগ করলে, আমরা যাচাই-বাছাই করে তাদের অনুদান পৌছিয়ে দিই।


তিনি আরও বলেন, আন্দোলন শেষ হয়ে গেলেও আহত রোগীরা এখনো হাসপাতালে অসহায় অবস্থায় আছেন। তাদের দেখার যেন কেউ নেই। অধিকাংশ আহত মানুষই ছাত্র, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ ৷ চিকিৎসা ফ্রিতে হলেও তাদের ওষুধ কিনতে টাকা লাগছে প্রচুর টাকা, এদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যাক্তির এ অবস্থায় পরিবারে নেমে এসেছে বিপর্যয়। তাই আমরা কয়েকজন মিলে সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসের প্রতিনিধি করে স্বেচ্ছাসেবামুলক ভাবে এ ফান্ড গঠন করেছি। চেষ্টা করছি আহতদের পাশে দাঁড়াতে। আশা করি  সরকার অতি দ্রুত তাদের পাশে দাঁড়াবে। 


এমন মানবতামূলক কাজ করতে কেমন লাগছে? জানতে চাইলে সংগঠনের এডমিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহসান উল মাহিম বলেন, আলহামদুলিল্লাহ। আমরা ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের অনেক মেডিকেল কলেজে আমাদের 'হেল্প ট্রাস্ট ফর স্টুডেন্টস' এর পক্ষ থেকে প্রতিটা আহত শিক্ষার্থীদের নিকট সম্মানী পৌঁছে দিয়েছি এবং দিচ্ছি।


আরও পড়ুন: অবশেষে পদত্যাগ করলেন ঢাকা কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ


আন্দোলনের শুরু থেকেই আমরা কাজ করছি। সকাল-সন্ধ্যা আন্দোলন করে আমরা রাতে প্রতিটা আহত যোদ্ধার কাছে পৌঁছে দিয়েছি তাদের সম্মানী। এটা আমরা নিজেদের দায়িত্ব হিসেবেই নিয়েছি। ডোনেশনকে আমরা সম্মানী হিসেবেই নামকরণ করেছি। এই ফান্ড আমাদের ছাত্রদের। দোয়া করবেন শীঘ্রই আমরা দেশের বিভিন্ন আহতদের নিকটও পৌঁছে যাবো।


এমএল/