ভোট চলাকালে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুললেন উমামা ফাতেমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১২ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের বাইরে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। ওই লিফলেটের একপাশে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা আর অপর পাশে স্বতন্ত্র পরিচয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ছাপা রয়েছে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে অনিয়ম, নির্বাচন কমিশনের ব্যর্থতা: আবিদুল
তিনি আরও জানান, গুঞ্জন রয়েছে যে তালিকাটি ভোটকেন্দ্রের বুথের টেবিলের নিচেও ছড়িয়ে রাখা হয়েছে।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। সকাল সাড়ে ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করা হয়।
আরও পড়ুন: ডাকসু নিয়ে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে ঢাবি প্রশাসন
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে ৪৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী লড়ছেন।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জনসহ অন্যান্য পদেও প্রতিদ্বন্দ্বিতা চলছে। শুধু ১৩টি সদস্য পদের জন্যই লড়ছেন সর্বাধিক ২১৭ জন প্রার্থী।
এএস