ডাকসু নির্বাচনে অনিয়ম, নির্বাচন কমিশনের ব্যর্থতা: আবিদুল
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৪ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠলেও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। আবিদুল বলেন, “অমর একুশে হলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার দায়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”
আরও পড়ুন: ডাকসু নিয়ে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে ঢাবি প্রশাসন
তিনি আরও দাবি করেন, রোকেয়া হলসহ একাধিক হলে ভোট কারচুপির অভিযোগ পেয়েছেন। এসব বিষয়ে গণমাধ্যমকর্মীদের সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ২০ হাজার ৯১৫ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৫৯ জন নারী ভোটার।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
নির্বাচনে ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জনসহ বিভিন্ন পদে বহু প্রার্থী লড়ছেন। শুধু ১৩টি সদস্য পদের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বাধিক ২১৭ জন প্রার্থী।
এএস