কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে ১ এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৯ পিএম, ১৬ই আগস্ট ২০২৪


কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে ১ এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে এক এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী নিখোঁজ।


শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।


আরও পড়ুন: কক্সবাজারে ‘বিদ্যুৎস্পৃষ্ট’ বন্যহাতির মৃত্যু


নিখোঁজ আতহার নূর কাইফ (১৮) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। সে কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী।


স্থানীয়দের বরাতে মনজুর মোরশেদ বলেন, শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাতো ভাই ও খালাতো ভাইয়ের এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে আতহার নূর কাইফ ভেসে যায়। এসময় সঙ্গে থাকা দুইজনের শোর চিৎকারে  স্থানীয় লাইফগার্ড কর্মি উদ্ধারে গেলেও সন্ধান পাননি।


আরও পড়ুন: কক্সবাজারে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ


“বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। সৈকতে সতর্কতামূলক লাল পতাকা টাঙ্গানো হলেও নির্দেশনা না মেনে অনেকে গোসল করছেন।”


তবে নিখোঁজের সন্ধানে লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।


এসডি/