প্রথম টেস্টে মাঠে নামার ২ দিন আগেই একাদশ ঘোষণা পাকিস্তানের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে চার পেসারকে নিয়েই যে একাদশ সাজাবে পাকিস্তান তা জানাই ছিল। শুধু বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষনা।
সোমবার (১৯ আগষ্ট) সেই ঘোষনাও দিয়ে দিল পাকিস্তান। চার পেসারকে রেখেই রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ সাজিয়েছে স্বাগতিকেরা।
আরও পড়ুন: বিসিবি চাইলে পদত্যাগ করবেন হাথুরুসিংহে
৪ পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে দ্যা গ্রিন ম্যানরা। একাদশে আছেন শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররব শেহজাদ এবং মোহাম্মদ আলী। যদিও সিরিজ শুরুর আগেই আমের জামালকে বাদ দিয়েছে পাকিস্তান। মূলত পুরোপুরি ইনজুরিমুক্ত না হওয়ার কারণেই বাংলাদেশ সিরিজে খেলা হচ্ছে না এই পেসারের।
এই ম্যাচে যথারীতি ওপেনার হিসেবে থাকছেন আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব। আর তিন নম্বর ব্যাটার হিসেবে নামবেন অধিনায়ক শান মাসুদ আর চার নম্বরে বাবর আজম। মিডল অর্ডার ব্যাটার হিসেবে সাউদ শাকিলের সঙ্গে আরও আছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা।
আরও পড়ুন: প্রথম টেস্টে মাঠে নামা নিয়ে যা বললেন মুশফিকুর রহিম
প্রথম টেস্টের জন্য পাকিস্তান একাদশ-
আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, সালমান আলি আগা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ এবং মোহাম্মদ আলি।
এমএল/