নবম-দশম শ্রেণিতে আবারও আলাদা বিভাগ থাকবে: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৪

নবম শ্রেণি থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (২১ আগস্ট) বিকেলে এক প্রেস কনফারেন্সে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: বিমানবন্দরে সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ আটক
তিনি বলেন, “নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারে পদক্ষেপ নিবো।”
জেবি/এসবি