দেশের সকল থানার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪


দেশের সকল থানার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
ফাইল ছবি

দেশের থানাগুলো মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও এফআইআর দ্রুত নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মামলার তদন্তে বিলম্ব না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।


বুধবার (২১ আগস্ট)  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে এসংক্রান্ত পরিপত্র জারি হয়েছে। 


পরিপত্রে বলা হয়, “বিভিন্ন অভিযোগ ও সংবাদমাধ্যমে থানায় অভিযোগ গ্রহণে বিলম্বের খবর পাওয়া গেছে। আবার অনেক থানায় জিডি, এফআইআর ও মামলা গ্রহণে অসম্মতি এবং বিলম্ব করা হচ্ছে। এ ক্ষেত্রে জিডি, এফআইআর এবং মামলা গ্রহণে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না।”


আরও পড়ুন: আকস্মিক বন্যা: কন্ট্রোল রুম খুলেছে দুর্যোগ মন্ত্রণালয়


এত আরও বলা হয়, “পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”


আরও পড়ুন: বন্যার জন্য ভারতকে দায়ী করে যা বললেন সমন্বয়ক হাসনাত


পরিপত্রটি পুলিশ অধিদফতর, পুলিশ মহাপরিদর্শক, সব মেট্রোপলিটন ও ডিআইজি রেঞ্জের পুলিশ কমিশনার এবং সব পুলিশ সুপারদের বিতরণের জন্যও বলা হয়েছে।


জেবি/এসবি