ভুয়া নার্স বিতারিতসহ ১১ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধ, সিএস অফিস ঘেরাও


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪


ভুয়া নার্স বিতারিতসহ ১১ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধ, সিএস অফিস ঘেরাও
ছবি: প্রতিনিধি

সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়োগকৃত ভুয়া নার্স বাতিলসহ ১১ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 


আরও পড়ুন: মহেশপুর সীমান্তে সাতক্ষীরা কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার


বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে শহরের হামদহ এলাকায় সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহ নার্সিং ইন্সটিটিউটে  অধ্যায়নরত সাদিকুর রহমান, ইসরাত জাহান, সুমাইয়া, মিতু আক্তার, ফরিদা ইয়াসমীন নার্সরা বক্তব্য রাখেন।


সেসময় বক্তারা বলেন, বেসরকারি ক্লিনিকে ভুয়া নার্সের কারণে ভুল চিকিৎসায় অনেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যে কারণে নার্সদের সম্মান নষ্ট হচ্ছে। তাই দ্রুত এসব ভুয়া নার্স অপসারণ,  নিয়োগ বিধিমালা অনুমোদন ও বাস্তবায়ন, উচ্চশিক্ষাসহ সকল ক্ষেত্রে ছেলে ১০% ও মেয়ে ৯০% কোটা বৈষম্য বাতিলসহ ১১ দফা দাবী বাস্তবায়নের আহবান জানান।


আরও পড়ুন: মহেশপুর সিমান্তে ভারতীয় পুলিশ গ্রেফতার


মানবন্ধন শেষে তারা জেলা সিভিল সার্জন অফিস ঘেরাও করে তাদের প্রতিবাদ জানায় ।

এসডি/