Logo

মহেশপুর সিমান্তে ভারতীয় পুলিশ গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৪, ২২:১৩
61Shares
মহেশপুর সিমান্তে ভারতীয় পুলিশ গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভারতীয় এক পুলিশ সদস্যকে গ্রেফতার করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজ্ঞাপন

ঝিনাইদহ জেলার মহেশপুর সিমান্তে অবৈধভাবে প্রবেশের  অপরাধে ভারতীয় এক পুলিশ সদস্যকে গ্রেফতার করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গ্রেফতারকৃত  আসামি হলেন, ভারতের তামিল নাড়ুর (পুলিশ সদস্য)  এসএসআই (SSI) পি. জন সেলভারাজ (৫২)। 

বিজ্ঞাপন

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সুত্রে জানা যায়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ  মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক উক্ত ভারতীয় পুলিশ সদস্যকে  গ্রেফতার করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। পরে গত ১৩ জুন আদালত হতে জামিন প্রাপ্ত হয়ে পলাতক থাকে।

গত ১২ আগস্ট রাত ১১টার দিকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে মহেশপুর ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা তাঁকে  গ্রেফতার করে। ১৩ আগষ্ট মঙ্গলবার  গ্রেফতারকৃত ভারতীয় পুলিশ সদস্য এর বিরুদ্ধে মামলা দায়ের করে  ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

পরে ঝিনাইদহ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত তাকে ঝিনাইদহ জেলা কারাগারে  প্রেরণের নির্দেশ প্রদান করে।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD