দর্শনায় আইনশৃঙ্খলা রক্ষার্থে চুয়াডাঙ্গা-৬ বিজিবি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪


দর্শনায় আইনশৃঙ্খলা রক্ষার্থে চুয়াডাঙ্গা-৬ বিজিবি
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধ অনুপ্রবেশসহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দর্শনা সাংবাদিকদের সাথে প্রেসব্রেফিং করেছে। 


শনিবার (১০ আগষ্ট) বেলা ২ টার দিকে দর্শনা থানায় পুলিশ-বিজিবির যৌথ উদ্যোগে এ প্রেসব্রেফিং অনুষ্ঠিত হয়। এ প্রেসব্রেফিংয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, দেশের স্বার্থে দর্শনা থানা পুলিশ কে মাঠে নেমে আইনশৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত থাকার  আহ্বান করেন। প্রয়োজনে বিজিবি সার্বক্ষণিক তাদেরকে সহযোগিতা করবে বলে তিনি জানান।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

 

তিনিও আরও বলেন সীমান্ত এলাকা এই এলাকায় কোন প্রকার ডাকাতি ছিনতাই অবৈধ মাদক চাঁদাদাবিসহ যে দলেরই হোক কোন প্রকার ছাড় দেওয়া হবে না।


এ সময় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, আমাদের ১১ দফা দাবি দিয়েছি এ দাবিগুলো মেনে নিলে আমরা সবাই আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর থাকবে বাংলাদেশ পুলিশ। সে সাথে বলেন আমরা প্রয়োজনে যৌথভাবে টহল জোরদার করবো। এ সময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা থানার ওসি অপারেশন শফিকুল ইসলাম, এস আই তারেক, এ এস আই আবু হানিফ, সহ পুলিশ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।


এমএল/