বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন ত্রাণ তহবিলে দিলেন সেনা সদস্যরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৪


বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন ত্রাণ তহবিলে দিলেন সেনা সদস্যরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।


শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।


আরও পড়ুন: দেশে বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে



আইএসপিআর জানায়, সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়। গোমতীর বাঁধ ভেঙে বুড়িচংয়ের ৫ ইউনিয়ন প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ।


আরও পড়ুন: বন্যায় পূর্বাঞ্চলের যেসব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা


উল্লেখ্য, বন্যা কবলিত এলাকায় সেনাসদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতি উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো।


আরএক্স/