Logo

নাটোরে ভারী বর্ষণে দেবে গেল রেললাইন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৪, ০২:১৪
43Shares
নাটোরে ভারী বর্ষণে দেবে গেল রেললাইন
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে ভারী বর্ষণে মাটি ধসে রেললাইন দেবে যাওয়ার ঘটনা ঘটেছে

বিজ্ঞাপন

নাটোরের লালপুরে ভারী বর্ষণে মাটি ধসে রেললাইন দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে ধসে যাওয়া রেললাইন সংস্কারে কাজ চলছে।

শুক্রবার (২৩ আগস্ট) লালপুর উপজেলার আব্দুলপুর ও আজিমনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া ভাঙা এলাকায় এ রেললাইন দেবে যাওয়ার ঘটনা ঘটে। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণে আব্দুলপুর-আজিমনগর ঘোষপাড়া ভাঙা নামক স্থানে রেললাইনের নিচের মাটি ধসে যায়। এ সময় রেললাইনের এক অংশের মাটি ধসে গেলে শুক্রবার দুপুর থেকে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চালাচল শুরু করে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ স্থানে ২০০৫  ও ২০০৭ সালে মাটি ধসে গেয়েছিল। পরে রেল কর্তৃপক্ষ রেললাইনটি পুনরায় কংক্রিট ব্লক দিয়ে বেঁধে দেয়। এরপর থেকে এ স্থান ভাঙা নামে পরিচিত। দীর্ঘ অনেক বছর পর আবার ভারী বর্ষণে এ স্থান ধসে যায়। আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন  বলেন, অতি বৃষ্টিপাতের কারণে রেললাইনের নিচের মাটি ধসে গিয়ে দেবে যায়। আমরা এটা জানার পরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। রেললাইন মেরামতে কাজ চলছে বলেও তিনি জানান।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD