Logo

রাবি‘র সিনেট ভবনে চলছে গণত্রাণ কর্মসূচি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৪, ০৩:৪৬
39Shares
রাবি‘র সিনেট ভবনে চলছে গণত্রাণ কর্মসূচি
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে চলছে গণত্রাণ কর্মসূচি।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে চলছে গণত্রাণ কর্মসূচি।

জানা গেছে রাজশাহীর বিভিন্ন মোড়,বাজার ও বিশ্ববিদ্যালয় হল থেকে কাপড়, নগদ অর্থ ও শুকনো খাবার সংগ্রহ করে গাড়িতে করে সিনেট ভবনে নিয়ে আসে। এখানে এগুলো প্রক্রিয়াজাত করে ট্রাকে করে বন্যা কবলিত এলাকায় শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পাঠিয়ে দিবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, এই বন্যা একটা রাজনৈতিক বন্যা। এই বন্যা আমরা সম্মিলিত ভাবে প্রতিহত করছি। এটা শুধু ফেনী, নোয়াখালী ও কুমিল্লার না। এটা সারা বাংলাদেশের। আমরা সারা বাংলাদেশ মিলে এটা প্রতিহত করছি। এটা একটা বিপর্যয় আর এই বিপর্যয় মোকাবিলায় আমরা বাংলাদেশের জনতা প্রস্তুতি আছি।

বিজ্ঞাপন

আজকের এই অর্থ, খাবার, জামাকাপড় বন্যা কবলিত এলাকার জন্য রাজশাহী বাসির উপহার, ভালোবাসা। সন্ধ্যায় ট্রাকে করে এগুলো চলে যাবে বাকি যেগুলো আছে তা কাল পাঠিয়ে দেওয়া হবে। এগুলো হলো বন্যা কবলিত এলাকার জন্য আমাদের রাজশাহী বাসীর উপহার। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD