আনসার সদস্যদের বিক্ষোভ, প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪


আনসার সদস্যদের বিক্ষোভ, প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দাবি আদায়ের সড়কে পরিণীত হয়েছে রাজধানী। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সাধারণ আনসার সদস্যরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন।


রবিবার (২৫ আগস্ট) রাজধানীতে প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ করেন।


আরও পড়ুন: বন্যা পরিস্থিতিতে দেশবাসী যেভাবে এগিয়ে এসেছে তাতে আমি অভিভূত: প্রধান উপদেষ্টা


আনসারদের সাথে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকে জিপিও মোড়, খাদ্য অধিদপ্তরের সামনে, প্রেসক্লাবের সামনে এবং সচিবালার সামনে জড়ো হন তারা। এ সময় তারা চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


বিক্ষোভে অংশ নেওয়া আনসার সদস্য শাহদাত হোসেন লাভলু বলেন, আমরা অস্ত্র চালানোসহ বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত। সরকারি-বেসরকারি স্থাপনা ও দপ্তরে সশস্ত্র পাহারা দিই। গত ৫ আগস্ট যখন পুলিশ চলে যায় তার পর সারাদেশে সব স্থাপনা ও থানা পাহারার দায়িত্ব পালন করি। কিন্তু দীর্ঘদিন থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কিন্তু আমাদের চাকরি জাতীয়করণ করা হচ্ছে না। তাই আমরা জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছি।


আরও পড়ুন: কাজে ফেরার আহ্বান জানিয়ে আনসারদের যে বার্তা দিলো সরকার


বাপ্পা হোসেন নামের এক আনসার বলেন, সারাদেশে আমাদের  আনসার রয়েছে প্রায় ৬০ হাজার। আমরা দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবি করে আসছি। 


আরএক্স/