আনসার সদস্যদের বিক্ষোভ, প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ

দাবিতে সাধারণ আনসার সদস্যরা বিক্ষোভ ও সড়ক অবরোধ
বিজ্ঞাপন
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দাবি আদায়ের সড়কে পরিণীত হয়েছে রাজধানী। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সাধারণ আনসার সদস্যরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন।
রবিবার (২৫ আগস্ট) রাজধানীতে প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আনসারদের সাথে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকে জিপিও মোড়, খাদ্য অধিদপ্তরের সামনে, প্রেসক্লাবের সামনে এবং সচিবালার সামনে জড়ো হন তারা। এ সময় তারা চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া আনসার সদস্য শাহদাত হোসেন লাভলু বলেন, আমরা অস্ত্র চালানোসহ বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত। সরকারি-বেসরকারি স্থাপনা ও দপ্তরে সশস্ত্র পাহারা দিই। গত ৫ আগস্ট যখন পুলিশ চলে যায় তার পর সারাদেশে সব স্থাপনা ও থানা পাহারার দায়িত্ব পালন করি। কিন্তু দীর্ঘদিন থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কিন্তু আমাদের চাকরি জাতীয়করণ করা হচ্ছে না। তাই আমরা জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাপ্পা হোসেন নামের এক আনসার বলেন, সারাদেশে আমাদের আনসার রয়েছে প্রায় ৬০ হাজার। আমরা দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবি করে আসছি।
আরএক্স/