ফজলে করিম ও তার ছেলে ফারাজ করিমসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪


ফজলে করিম ও তার ছেলে ফারাজ করিমসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 


শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাউজান থানায় মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের দলইনগর-নোয়াজিশপুর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


ফজলে করিম চৌধুরী রাউজানের ৫ বারের সংসদ সদস্য। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। তার ছেলে ফারাজ করিম চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সদস্য।


আরও পড়ুন: আদালতে গ্রেফতার ১০৯ আনসার সদস্য


এছাড়া মামলায় রাউজান পৌরসভার সাবেক মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী, গহিরা ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আবসার, পৌরসভার কাউন্সিলর কাজী মো. ইকবাল, বশির উদ্দিন খান, পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাজান ইকবালসহ মোট ৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় ২৫ জনকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়।


আরও পড়ুন: আন্দোলনকারীদের সঙ্গে আনসার বাহিনীর সম্পর্ক নেই: ডিজি


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, “২০১৯ সালের ৩০ এপ্রিল ফজলে করিমের নির্দেশে আসামিরা আধ্যাত্মিক ও তরিকতভিত্তিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির পাকা একতলা ভবনের কার্যালয় গুঁড়িয়ে দেন এবং কমিটির সদস্যদের হত্যার চেষ্টা করেন। এসময় কার্যালয় থেকে নগদ ৬ লাখ টাকাসহ সব সরঞ্জাম লুট করা হয়েছে। এ ঘটনার পর থেকে সংগঠনটির সদস্যদের এলাকায় থাকতে দেয়া হয়নি।”


রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, “মামলাটির তদন্ত শুরু হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”


জেবি/এসবি