‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বুধবার সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। ১৯৮৩ সালের এই দিনে রংপুরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আবু সাঈদ। তাঁর স্মরণেই সরকার ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতি বছর ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে 'খ' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এ ছাড়া শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও শহীদদের আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে।
আরএক্স/