ময়মনসিংহে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৪
ময়মনসিংহ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মাহফুজুল আলম মাসুম ।
আরও পড়ুন: চলন্ত অবস্থায় ছুটে গেল ট্রেনের তিন বগি, ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
এ সময় সভাপতি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চান। সভায় উপস্থিত বিভিন্ন দপ্তর প্রধানগণ তাদের নিজ নিজ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সাথে সভার সিদ্ধান্ত এবং বর্তমান কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি ব্যাপারেও পর্যালোচনা করা হয়।
সভাপতি সকল দপ্তর প্রধানদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে সংস্কার কাজ চলছে। আমাদের প্রত্যেককেই দেশের এবং জেলার উন্নয়নের স্বার্থে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। একই সাথে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ঘে নিহত ৭
সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের প্রতিনিধি মো. শাহীনুল ইসলাম ফকির প্রমুখ।
এসডি/