সমন্বয়কদের নামে যেন চাঁদাবাজি না হয়: সারজিস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪


সমন্বয়কদের নামে যেন চাঁদাবাজি না হয়: সারজিস
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “এটা যাতে কেউ করতে না পারে সে জন্য দুদকে এসেছি। বিষয়টি দুদক চেয়ারম্যানকে জানানো হয়েছে। সমন্বয়কদের নামে যারা চাঁদাবাজি করছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।”


বৃহস্পতিবার (২৯ আসস্ট) দুপুরে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান সারজিস আলম।


আরও পড়ুন: বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল


এর আগে এদিন দুপুর পৌনে ১টার দিকে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপ শেষে বেলা দেড়টার দিকে তারা বেরিয়ে যান।


আরও পড়ুন: আন্দোলনে নিহত হাজারেরও বেশি, দৃষ্টি হারিয়েছেন চার শতাধিক


সারজিস আলম বলেন, “গত ১৬ বছরে দুদকের ইমেজ সংকট তৈরি হয়েছিল, সেটা যেন তারা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়। জনগণের আস্থা আসে। সেটা নিয়ে চেয়ারম্যানের আলোচনা হয়েছে।”


জেবি/এসবি