শোরুমের কর্মচারী হত্যা:
শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জ লায়ন শোরুমের কর্মচারী নাদিমুল হাসান এলেনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামে আদালত এলেনের মা কিসমত আরা মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি সূত্রাপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী নাসরিন বেগম মামলার তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল
অপর আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, জুনায়েদ আহমেদ পলক, সাঈদ খোকন কাজী ফিরোজ রশীদ, অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মাঈনুল হোসেন খান নিখিল, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, সৈয়দ নুরুল ইসলাম, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা নেতৃবৃন্দ পিওএম থেকে নিযুক্ত পুলিশ সদস্যসহ আরও ১০০ থেকে ১৫০ জন।
আরও পড়ুন: আন্দোলনে নিহত হাজারেরও বেশি, দৃষ্টি হারিয়েছেন চার শতাধিক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সময় গত ১৯ জুলাই সূত্রাপুন থানাধীন কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের কাছে ওয়াসা পানির পাম্পে কাছে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের ছোঁড়া গুলিতে এলেন মারা যান।
জেবি/এসবি