সাতসকালে গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল ৫ জনের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ২০ জন।
রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়ার মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তার হলেন, খুলনার সামাদ আলি (৪০), তানিয়া আফরোজ (৩৫), সাকিবুর রহমান, ও গোপালগঞ্জ সদর উপজেলা পাইককান্দি ইউনিয়নের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪)।
আরও পড়ুন: সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন স্কেল ২০ হাজার টাকার পক্ষে ভিপি নুর
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল বাকি।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ: রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, “খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহনটি সড়কের পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলে নিহত হন।”
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে।
জেবি/এসবি