৮ সেপ্টেম্বর থেকে নোবিপ্রবির ক্লাস পরিক্ষা সশরীরে


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪


৮ সেপ্টেম্বর থেকে নোবিপ্রবির ক্লাস পরিক্ষা সশরীরে
ছবি: প্রতিনিধি


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) একাডেমিক কার্যক্রম আগামী ৮ সেপ্টেম্বর থেকে নিয়মিত ক্লাস পরিক্ষা অনুষ্ঠিত হবে। আবাসিক শিক্ষার্থীদের যথাশীঘ্র হলে উঠারও নির্দেশ দেওয়া হয়।


আরও পড়ুন: বন্যার্তদের ত্রাণ নিয়ে অবিরাম ছুটে চলা নোবিপ্রবির বাস


সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক কার্য (ক্লাশ এবং পরীক্ষা) আগামী (৮ সেপ্টেম্বর) তারিখ হতে শুরু হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের যথাশীঘ্র সম্ভব হলে উঠার নির্দেশ দেয়া হলো।’


আরও পড়ুন: বন্যার্তদের পাশে দাঁড়াতে নোবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগ


উল্লেখ্য, চলতি বছরের ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গত তিন মাস বন্ধ ছিল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। 


এসডি/