Logo

ছাত্র আন্দোলন বাধাগ্রস্থ করতে যে নির্দেশনা দিয়েছিলেন রিয়াজ

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩৩
162Shares
ছাত্র আন্দোলন বাধাগ্রস্থ করতে যে নির্দেশনা দিয়েছিলেন রিয়াজ
ছবি: সংগৃহীত

এর পরই আড়ালে চলে যান আওয়ামী লীগের সব নেতা কর্মীরা

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পরই আড়ালে চলে যান আওয়ামী লীগের সব নেতা কর্মীরা।

তাদের সঙ্গে ঘনিষ্টতায় ছিলেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা শিল্পী। শুধু তাই নয়, দলীয় ট্যাগ শরীরে লাগিয়ে ছাত্রদের আন্দোলন দমাতে তাদের বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন তারা।

বিজ্ঞাপন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয় ‘আলো আসবেই’ নামে শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন। যেই গ্রুপে গ্রুপে নজর রাখা হতো ছাত্র-জনতার আন্দোলনের ওপর। শুধু তাই নয়, সেখানে তারা বিভিন্ন আলোচনা করত কোথায়, কী করবে।

বিজ্ঞাপন

আন্দোলনকে কেন্দ্র করে খোলা এই গ্রুপের অ্যাডমিন ছিল সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। এই গ্রুপের ১৭০টির মতো স্ক্রিনশট ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে।  

বিজ্ঞাপন

গ্রুপটির এক কথোপথনে বৈষম্যবিরোধী এই আন্দোলনে যারা ছাত্র-জনতার পক্ষে ছিলেন তাদের সবাইকে চিনে রাখতে বলেছিলেন অভিনেতা রিয়াজ। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে থাকা শিল্পীদের একটি ছবি শেয়ার করে একথা বলেন এই নায়ক।

বিজ্ঞাপন

গ্রুপটিতে রিয়াজের কথোপকথন ছিল এমন- ‘কমেন্ট করার প্রয়োজন নাই, শুধু চিনে রাখি।’ এছাড়াও গ্রুপে থাকা সকল বন্ধুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই। সময়টা আমাদের প্রতিকূলে। এই সময় কাউকে আঘাত করে বলা যাবে না বা কিছু করা যাবে না। যেকোন মূল্যে এই আন্দোলন দ্রুত সময়ের মধ্যে থামাতে হবে। সামাজিক মাধ্যমে, একজন আরেকজনকে সাপোর্ট দিতে হবে। একজনের যে কোনো বিপদে সবাইকে একসঙ্গে সেখানে ঝাপিয়ে পড়তে হবে। সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে, তাহলে আমরা সবাই মিলে এ তুফান পাড়ি দিতে সক্ষম হবো।’

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দুই ভাগে বিভক্ত হন শিল্পীরা। গণআন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে ছিলেন একদল শিল্পী, ঠিক সেদিনই অন্য একটি দল গিয়েছিলেন বিটিভি পোড়া ভবন দেখতে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD