গণভবনকে জাদুঘর তৈরির সিদ্ধান্ত সরকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৫ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৪

জুলাইয়ে গণহত্যার স্মৃতি সংরক্ষণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে কেবিনেট সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ বলেন, “গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।”
তিনি আরও বলেন, “সাউথ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল। আরও অন্য দেশেও হয়েছে। তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে। সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব

জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন, প্রকাশ হবে যেদিন

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি

রোহিঙ্গা গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করল ওআইসি
