সাভার শিল্পাঞ্চলে অস্থিরতা, যৌথ অভিযানে আটক ১৪
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকার সাভার-আশুলিয়ায় শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানায় ভাংচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময়ে শিল্পাঞ্চল আশুলিয়া এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: আশুলিয়া-বাইপাইল-আবদুল্লাহপুরে অর্ধ শতাধিক ফ্যাক্টরি ছুটি ঘোষণা
তিনি বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং ৩ জনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ছাড়াও এসব বিশৃঙ্খলার সঙ্গে আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাই-বাছাই চলছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।
এমএল/