জীবন বদলে দিতে পারে এ পি জে আব্দুল কালামের এই ১০ বাণী
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪
এ পি জে আব্দুল কালামের এই ১০টি বাণী আপনার জীবনে পবির্বতন এনে দিতে পারে। জীবনে চলার পথে বিভিন্ন সময় আপনাকে অনুপ্রাণিত করবে তার বাণীগুলো। আর এর মাধ্যমে নিজের জীবন নিয়ে তো আশাবাদী হবেনই, নিজেকে গড়তে পারবেন নিজের মতো করে।
আরও পড়ুন: যেসব উপায়ে সঙ্গীর কাছে ক্ষমা চাইবেন
১। তুমি যদি সূর্যের মত আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মত পুড়তে শেখো।
২। এ পি জে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখ, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না।
৩। কাউকে হারিয়ে দেওয়া সহজ। তবে আসল কাজ হল কারও মন জয় করা। সেই চেষ্টা করা উচিত সবসময়।
৪। সবসময় মাথায় রাখবে কঠিন কাজ বেশি আনন্দ দেয়। তাই যত কঠিন কাজে সাফল্য পাবে, তত মনের ভেতরে আনন্দ বেশি হবে।
৫। একটা গোটা দেশ ও জাতিকে বদলাতে পারে তিনজনই। তারা হলেন মা, বাবা ও শিক্ষক।
৬। একবার সাফল্য পেয়ে বসে যেও না। সেক্ষেত্রে পরেরবার ব্যর্থ হলে বাকিরা বলবে যে আগের বার ভাগ্যের জন্য সাফল্য পেয়েছিলে। তোমার পরিশ্রমের মূল্য দেবে না কেউ তখন।
৭। ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী।
৮। একটা কথা সবসময় মাথায় রাখবে যে জীবনে সমস্যা থাকবেই। আর সমস্যার প্রয়োজনও আছে। সমস্যা আছে বলেই সাফল্য পাওয়ার পর এত আনন্দ হয়।
আরও পড়ুন: যে ৫ উপায়ে সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করবেন
৯। যে ভালো শিক্ষার্থী যে সবসময় প্রশ্ন করে। প্রশ্ন করার সুযোগ করে দেওয়া উচিত। তা না হলে কেউ শিখতে পারে না।
সবথেকে আন্দদায়ক একটি কথা বলেছিলেন ভারতের এই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম। তিনি বলেছিলেন, একটা গোটা জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যায়।
এসডি/