সংঘর্ষের জেরে ঢাকা ও আইডিয়াল কলেজের ক্লাস বন্ধ ঘোষণা


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৪


সংঘর্ষের জেরে ঢাকা ও আইডিয়াল কলেজের ক্লাস বন্ধ ঘোষণা
ফাইল ছবি

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে উভয় কলেজের কলেজ কর্তৃপক্ষ।   


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষকদের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ক্লাস বন্ধের সিদ্ধান্তের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


আরও পড়ুন: রাজনাথের অসংলগ্ন বক্তব্য বন্ধ না হলে ৩৬ কোটি হাত দাঁড়াবে: রাবি অধ্যাপক


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ১১ ও ১২সেপ্টেম্বর কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাসসমূহ স্থগিত থাকবে। অনার্স ও মাস্টার্স শ্রেণির ক্লাস যথারীতি চলবে। 


এছাড়াও অনলাইনে এক বার্তায় আইডিয়াল কলেজের অধ্যক্ষ জানান, অনিবার্য কারণবশত বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ সেপ্টেম্বর) কলেজের ক্লাসসমূহ বন্ধ থাকবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে যথারীতি ক্লাস চলবে। 


আরও পড়ুন: ২৫ বছরে পদার্পণ করলো বাকৃবির বাঁধন


প্রসঙ্গত, সাইন্সল্যাব মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এতে উভয় কলেজের ১৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।


এমএল/