উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এ্যাম্বুলেন্স চাপায় শিশুর মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৪


উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এ্যাম্বুলেন্স চাপায় শিশুর মৃত্যু
সংগৃহীত

কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এ্যাম্বুলেন্স চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

 

আরও পড়ুন: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত


বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

নিহত জুবাইরা (৪) উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ জুবায়ের এর মেয়ে।

এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, বুধবার সকালে উখিয়া উপজেলা ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র পরিচালিত হাসপাতালে ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্স যাচ্ছিল। পথিমধ্যে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পথচারি এক শিশুকে এ্যাম্বুলেন্সটি ধাক্কা দেয়। এতে আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় ক্যাম্প সংলগ্ন ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন

ঘটনার পর স্থানীয়রা এ্যাম্বুলেন্সটি জব্দ এবং চালককে আটক করে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।

ওসি মো. শামীম জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


এসডি/