উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৪শে মে ২০২৪


উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ায় আগুনে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।


শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১১ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন।


আরও পড়ুন: সাবেক এমপি জাফরকে পরাজিত করে আবারও চেয়ারম্যান সাঈদী


তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।


সামছু-দৌজা বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে উখিয়ার ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বাজারে আকস্মিক আগুনে লেগে যায়। এতে মুহুর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর শুনে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অবহিত করলে আগুন নিয়ন্ত্রণে ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুন এখনো নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজার থেকে আরও ২ টি ইউনিট যোগ হয়েছে। টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকেও খবর দেওয়া হয়েছে।


এমএল/