নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় হাতাহাতি, মঞ্চ ভাঙচুর

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী ২ আসেন
বিজ্ঞাপন
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে। অপরদিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে নাটোর অনিমা চৌধুরি অডিটেরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা গেছে, নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকার সমন্বয়কদের নিয়ে শহরের অনিমা চৌধুরি অডিটেরিয়ামে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা চলছিল। এসময় অডিটেরিয়ামের ভিতরে অনুষ্ঠান চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী ২ আসেন।
অন্যদিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্রদের ঢাকার কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ বিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন, বিকেলে কলেজ মাঠে সমন্বয়কদের নিয়ে ছাত্রদের একটি সভা হবার কথা ছিল। সেখানে ছাত্ররা মঞ্চ সাজ-সজ্জার করছিল। এসময় তাদের মধ্য মতের অমিল হলে মঞ্চের কাপড় ছিড়ে ফেলে এবং কয়েকটি চেয়ার ভেঙ্গে ফেলে। পরে অনুষ্ঠান হবে না বলে মাইকে ছাত্ররা ঘোষণা করেন।
এমএল/








