Logo

যে কারণে প্রকাশ্যে আসছেন না মাহিয়া মাহি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০৩
67Shares
যে কারণে প্রকাশ্যে আসছেন না মাহিয়া মাহি
ছবি: সংগৃহীত

নৌকার মনোনয়ন না পেলেও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন

বিজ্ঞাপন

অভিনয়ের বাইরে অভিনেত্রী মাহিয়া মাহি যুক্ত আছেন রাজনীতিতেও। আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবেও মাঠে ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হতে চেয়েছিলেন অগ্নিখ্যাত এই নায়িকা। নৌকার মনোনয়ন না পেলেও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এরপরই কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে মামালাও হয়েছে। মামলা আতঙ্কে প্রকাশ্যে আসছেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি এমনটাই ধারণা করা হচ্ছে।

সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়িকার ঘনিষ্ঠজনেরা। মাহিও আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। কয়েক বছর ধরে রঙিন পর্দায় নিয়মিত না থাকলেও নেত্রী হওয়ার জন্য ভালোই দৌড়ঝাঁপ করেছিলেন রাজনীতির মাঠে। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি তার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন মাহিয়া মাহি। তাই নির্বাচনের আগে নৌকার টিকিটের আশায় দ্বিতীয় স্বামী রাকিব সরকারকে সঙ্গে নিয়ে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের দ্বারে দ্বারে ঘুরতে দেখা গেছে। কিন্তু দল ভরসা করতে না পারায় মনোনয়ন দেওয়া হয়নি এই অভিনেত্রীকে।

তবে এতেও দমে যাননি তিনি। স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামেন। সেখানেও নৌকার প্রার্থীর কাছে ভরাডুবি হয়ে নির্বাচনে পরাজয় মানতে হয় তাকে।

বিজ্ঞাপন

নির্বাচনে হেরেও হতাশ না হয়ে আওয়ামী লীগের হয়েই মাঠে কাজ করেন তিনি। কিন্তু নির্বাচনের পরাজয়ের প্রভাব পড়ে অভিনেত্রীর সংসার জীবনেও। তার দ্বিতীয় সংসারও ভেঙে যায়। বর্তমানে ব্যক্তি জীবনে একমাত্র পুত্রসন্তানকে নিয়ে একাই পথ চলছেন মাহি।

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ মিলছে না মাহির। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করলেও ফেসবুক ম্যাসেঞ্জার কিংবা ফোনকল ধরছেন না তিনি। এমনকি শুটিং ফ্লোরেও দেখা নেই এই চিত্রনায়িকার।

বিজ্ঞাপন

হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি। এ বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কেউই খোঁজ দিতে পারেননি মাহিয়া মাহির।

বিজ্ঞাপন

তবে কয়েক দিন আগে দেশত্যাগ করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের জেরার মুখে পড়েন এই । এয়ারপোর্টে দেড় ঘণ্টা বসে থাকতে হয় তাকে। বিষয়টি সোশ্যাল মাধ্যমে নিজেই জানান তিনি। পরে ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছেন মাহি।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD