Logo

কখনোই আমি সুবিধাবাদী ছিলাম না: পূজা চেরি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০৩
44Shares
কখনোই আমি সুবিধাবাদী ছিলাম না: পূজা চেরি
ছবি: সংগৃহীত

আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যে পক্ষের হোক না কেন।

বিজ্ঞাপন

সত্যের পক্ষে থাকতে পছন্দ করেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। এমনকি কখনোই নাকি সুবিধাবাদীও ছিলেন না এই নায়িকা। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

সাক্ষাৎকারে পূজা  চেরি বলেন, “যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত। আর আমি সবসময় সত্যের পক্ষেই থাকতে পছন্দ করি। আমার সবকিছু ভালো লাগে নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে।”

বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “যেহেতু আমি কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলাম না, এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যে পক্ষের হোক না কেন। তা ছাড়া আমি কখনও সুবিধাবাদী লোক ছিলাম না।”

বিজ্ঞাপন

পূজা বলেন, “আমি চায় দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে, যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে। আপাতত কোনো পরিকল্পনা নেই। কিছু কাজের কথা চলছে সেই কাজগুলো নিয়েই এগুচ্ছি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘পোড়ামান টু’ছবি দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে পা রাখেন পূজা। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। পরবর্তীতে ‘দহন’, ‘প্রেম আমার টু’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD