কখনোই আমি সুবিধাবাদী ছিলাম না: পূজা চেরি

আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যে পক্ষের হোক না কেন।
বিজ্ঞাপন
সত্যের পক্ষে থাকতে পছন্দ করেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। এমনকি কখনোই নাকি সুবিধাবাদীও ছিলেন না এই নায়িকা। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।
সাক্ষাৎকারে পূজা চেরি বলেন, “যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত। আর আমি সবসময় সত্যের পক্ষেই থাকতে পছন্দ করি। আমার সবকিছু ভালো লাগে নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: যে কারণে বিপাকে পড়েছেন পরীমনি
তিনি আরও বলেন, “যেহেতু আমি কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলাম না, এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যে পক্ষের হোক না কেন। তা ছাড়া আমি কখনও সুবিধাবাদী লোক ছিলাম না।”
বিজ্ঞাপন
পূজা বলেন, “আমি চায় দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে, যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে। আপাতত কোনো পরিকল্পনা নেই। কিছু কাজের কথা চলছে সেই কাজগুলো নিয়েই এগুচ্ছি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সৌদির সিনেমা হলে ছয় মাসে আয় ১৩০০ কোটি
প্রসঙ্গত, ‘পোড়ামান টু’ছবি দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে পা রাখেন পূজা। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। পরবর্তীতে ‘দহন’, ‘প্রেম আমার টু’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।
বিজ্ঞাপন
জেবি/এসবি