ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আ.লীগ সভাপতি আটক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৪


ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আ.লীগ সভাপতি আটক
ছবি: ‍সংগৃহীত

ভারতে  পালানোর সময় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি  এমএম শাহাবুদ্দিন মোল্লাকে আটক করেছে বিজিবি। 


সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের বিবির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজিবি জানিয়েছে, বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এমএম শাহাবুদ্দিন মোল্লা (৬৫) নামক এক বাংলাদেশি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় বিজিবি তাকে আটক করে। 


আরও পড়ুন: প্রতিবেশী দেশে ইলিশ ও সার চোরাচালানের ঝুঁকি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


পরে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করেছিলেন বলে জানায় বিজিবি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে পুলিশে সোপর্দ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। 


আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগ পত্র


১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন গণমাধ্যমকে জানান, “এমএম শাহাবুদ্দিন মোল্লা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকা ঘোরাফেরা করছিলেন। বিজিবি সদস্যদের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। তার বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


জেবি/এসবি