Logo

মারা গেছেন মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪৬
41Shares
মারা গেছেন মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন
ছবি: সংগৃহীত

শেষের দিকে এপিক লেবেলে গ্রুপের সঙ্গে ধারাবাহিক

বিজ্ঞাপন

বিশ্বখ্যাত পপ তারকা প্রয়াত মাইকেল জ্যাকসনের ভাই গায়ক টিটো জ্যাকসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ছোট বোন গায়িকা জ্যানেট জ্যাকসন এক বিবৃতিতে টিটোর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিউ ইয়র্ক টাইমসের খবর, ওই বিবৃতিতে বোন জ্যানেট জ্যাকসন জানান, নিউ মেক্সিকো থেকে ওকলাহোমার দিকে যাচ্ছিলেন টিটো। এ সময় পথিমধ্যে মৃত্যু ঘটে তার। কিন্তু ঠিক কোন স্থানে মারা যান, সেটা জানা যায়নি।

এদিকে সামাজিক মাধ্যমে টিটোর ছেলেরা বলেছেন,  ‘আমাদের বাবা সব সময়ই একে অন্যের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের পরামর্শ দিয়ে গেছেন। তিনি প্রত্যকের ওপর যত্নশীল ছিলেন, ও সবার মঙ্গল চাইতেন।’ 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটো জ্যাকসন ১৯৫৩ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ এবং ১৯৭০ এর দশকের শেষের দিকে মোটাউন লেবেল দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন এবং পরবর্তীতে ১৯৭০ এবং ১৯৮০ এর দশকের শেষের দিকে এপিক লেবেলে গ্রুপের সঙ্গে ধারাবাহিক সাফল্য অর্জন করেছিলেন।

১৯৭০ এর দশকে ‘এবিসি’ এবং ‘আইল বি থের’ এর মতো একাধিক হিট গান দিয়ে টিন হিয়ারথ্রব হিসেবে খ্যাতি লাভ করেছিলেন টিটো জ্যাকসন। জ্যাকসন ফাইভ-এর অন্যান্যদের মাঝে আছেন, তার ভাই জ্যাকি, জারমেইন, মার্লন এবং মাইকেল। 

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD