সহকর্মীদের বাধার মুখে শিল্পকলা ছাড়লেন জ্যোতিকা জ্যোতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪
সরকার পতনের পর আজ প্রথমবারের মতো শিল্পকলা একাডেমিতে হাজির হন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তবে সহকর্মীদের বাধার মুখে তাকে একাডেমি ছেড়ে যেতে বাধ্য করা হয়।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন শিল্পকলা একাডেমির সিনিয়র ইনসট্রাক্টর আইরিন পারভীন লোপা। তিনি গণমাধ্যমকে জানান, “আজ দুপুর সাড়ে ১২টার পর অফিসে আসেন জ্যোতি। আসার পরই বাইরে বিভিন্ন বিভাগের সহকর্মীদের জড়ো হতে দেখে দরজা বন্ধ করে দেন তিনি। পরে আমরা তাকে অফিস থেকে চলে যেতে বলি। কারণ, তিনি ‘আলো আসবেই’ নামে একটি গ্রুপে যুক্ত হয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। এমন মানুষকে আমরা সহকর্মী হিসেবে চাই না।”
আরও পড়ুন: যে কারণে বিপাকে পড়েছেন পরীমনি
তিনি আরও বলেন, “জ্যোতি এখনও নিজেকে সরকারের নিয়োগ পাওয়া কর্মকর্তা ভাবছেন। যে সরকার নেই, সেই সরকারের দাপট দেখাচ্ছেন। আমরা তাকে সসম্মানে চলে যেতে বলেছি।”
আরও পড়ুন: যে কারণে বিপাকে পড়েছেন পরীমনি
এ বিষয়ে জানতে জ্যোতিকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পান জ্যোতিকা জ্যোতি।
জেবি/এসবি