ভারতে কোন স্ট্যাটাসে আছেন শেখ হাসিনা জানতে চায়নি সরকার: উপদেষ্টা

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
গত ৫ আগস্ট ,ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারত গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে অবস্থান করছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন, তা আনুষ্ঠানিকভাবে এখনো জানতে চায়নি সরকার। ৪৫ দিন পার হবার পরও ভারত চাইছে বলেই শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন।”
বিজ্ঞাপন
এ সময় নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আলোচনা হতে পারে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি