এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: ড. ইউনূস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪


এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে:  ড. ইউনূস
ছবি: সংগৃহীত

এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে বলে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “শুধু পিডি জানবে তা নয়, সবাই জানবে।”


বুধবার (১৮ সেপ্টেম্বর) আ. লীগ সরকারের পতনের পর প্রথম অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) তিনি এ কথা বলেন। এদিন প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: আনসারের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত


সভায় প্রধান উপদেষ্টা বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্পে চিন্তা দরকার। মেগা প্রকল্পও বাদ দিতে হবে। নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে হবে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে। এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে। শুধু পিডি জানবে তা নয়, সবাই জানবে।”


আরও পড়ুন: সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা


তিনি বলেন, “সামনে বড় প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়া হবে। এখন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি নজর দিতে হবে।”


ছোট প্রকল্প নেওয়ার বিষয়ে উপদেষ্টামণ্ডলীর সদস্যরা একমত হয়েছেন বলেও জানান প্রধান উপদেষ্টা।


জেবি/এসবি