ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ৮৬৫


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪


ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ৮৬৫
ফাইল ছবি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের প্রাণহানি হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৫ জন।


বুধবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের সবাই ঢাকা সিটি করপোরেশনের বাসিন্দা। এদের মধ্যে ৩জন ঢাকা দক্ষিণ সিটির এবং ৩ জন ঢাকা উত্তর সিটির। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ৩৯৩ জন এ দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এছাড়া ঢাকার আশেপাশে ১২১ জন, চট্টগ্রামে ১৪৫ জন, খুলনায় ৯৪ জন, বরিশালে ৪৬ জন, রংপুরে ২৮ জন, রাজশাহীতে ২০ জন এবং ময়মনসিংহে ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু


সব মিলিয়ে এ বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৭৯ জনে। এই সময়ে মশাবাহিত রোগটিতে প্রাণ হারিয়েছে ১১৯ জন মানুষ।


আরও পড়ুন: ডেঙ্গুতে একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৪৬৩


উল্লেখ্য, গত ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


জেবি/এসবি